Khoborerchokh logo

গাজীপুরের গাছার, রোকেয়া স্মরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেছেন । 108 0

Khoborerchokh logo

ছবি,এস এম মজিবুর রহমান

আলমগীর কবীর
জি এম পি'র গাছা থানাধীন,বোর্ডবাজারস্থ ৩৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, রোকেয়া স্মরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাছা প্রেসক্লাবের সভাপতি জনাব মজিবুর রহমান( ৫৫)ঢাকা-উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২/৬/২০২০ইং তারিখ রাত১১.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ..... রাজিউন)।
জানা যায় গত এক মাস যাবৎ তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।অবস্থার উন্নতি না হলে তাকে কোভিড(১৯)করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ টেস্টে নমুনা দেওয়া হলে রেজাল্ট আসে পজেটিভ।পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকার উত্তরায় মৈত্রী হাসপাতালে ভর্তি করার পর অবশেষে করোনায় পরাজিত হয়ে মৃত বরণ করেন ।মানুষ গড়ার কারিগড় জনাব মজিবুর রহমান শুধু একজন শিক্ষক ছিলেন তা নয়,তিনি একজন মূলধারার গণমাধ্যমকর্মীও ছিলেন।তিনি আওয়মী লীগের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে গাজীপুরের মানুষের আস্থার প্রতীকও ছিলেন । অসময়ে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
মৃতকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর।
স্ত্রী,এক ছেলে -এক মেয়েকে এবং অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক, শিশিক্ষা ও অসংখ্য গুনগ্রাহী রেখে তিনি না ফেরার দেশে চলে যান।
মজিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে,গাছা প্রেসক্লাব ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সকল সদস্যরা শোক প্রকাশ করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com